Fri. Oct 24th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,  বুধবার, ১৫মে ২০১৯ঃ মে ১৪, ২০১৯তারিখে এনআরবি গ্লোবাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মোঃমোস্তাফিজুর রহমান সিদ্দিকী। ইতোপূর্বে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন।
সুদীর্ঘ ৩৩ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন জনাব সিদ্দিকী ১৯৮৬ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রবেশনারী অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি আগ্রাবাদ, খাতুনগঞ্জ কর্পোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক হিসাবে ও চট্টগ্রাম উত্তর জোনের প্রধান এবং পরবর্তীতে প্রধান কার্যালয়ের মানবসম্পদ উইং এর প্রধান (সিএইআরও) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬২ সালে চট্টগ্রামের ডাবলমুরিং থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালাসহ বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ গ্রহন করেন।