Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার, ১৬মে ২০১৯ঃ বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ ক‌মি‌টির ১৭ জনের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

উপযুক্ত প্রমাণ পেলে অভিযুক্তদের বহিষ্কার করে শূন্যপদে বঞ্চিতদের স্থান দেয়া হবে জানিয়ে রাব্বানী আরো বলেন, বর্তমান কমিটির ১৭ জনের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ থেকে মুক্ত হতে পারলে তারা স্বপদে বহাল থাকতে পারবেন বলেও উল্লেখ করেন ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক।

তিনি আরো অভিযোগ করেন, একটি বিশেষ শক্তি ছাত্রলীগকে বিতর্কিত করতে কাজ করছে। এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা শৃঙ্খলা পরিপন্থী কাজ কারছে তাদেরও খুঁজে বহিষ্কার করা হবে।