Wed. Oct 15th, 2025
Advertisements
খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এসব কথা জানান।

জিএম কাদের জানান, এরশাদের লিভার সমস্যা ও কিডনি জটিলতার কিছুটা উন্নতি হয়েছে। নতুন করে পাকস্থলির সমস্যা দেখা দিলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এরশাদকে এখনও অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলেও জানান জি এম কাদের।

শারীরিক নানা জটিলতা থাকলেও এরশাদ সাড়া দিচ্ছেন বলে জানান তিনি। গত ২২ জুন সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় জাপা চেয়ারম্যানকে।

এরশাদের শারীরিক অবস্থা ও দলের করণীয় ঠিক করতে চেয়ারম্যানের কার্যালয়ে আজ বেলা ৩টায় প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠক করবেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।