Wed. Oct 15th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শুক্রবার,১২জুলাই,২০১৯ঃ পিরোজপুর প্রতিনিধিঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমি অবাক হয়ে যাই, যখন দেখি শিক্ষক নামধারী কোনও ব্যক্তির হাতে শিশু নিগৃহীত হয়। তখন লজ্জা ও ঘৃণায় মাথা অবনত হয়ে আসে। কলঙ্কিত এসব শিক্ষককে রক্ষায় কেউ তাদের পাশে দাঁড়াবেন না। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ব্যাধি আমাদের রুখতে হবে।
শুক্রবার (১২ জুলাই) পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, শিশুদের মাদক, ইন্টারনেটের অপব্যবহারের প্রবণতা থেকে রক্ষা করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে। সন্তানদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দেবেন তারা। শিক্ষকতাকে চাকরি হিসেবে নেবেন না। চাকরি ও শিক্ষকতা এক নয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা এখন সময়ের দাবি। বর্তমান সময়ে সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। নৈতিকতা ও মূল্যবোধহীন শিক্ষা কোনও শিক্ষা নয়। কুশিক্ষা নিয়ে কোনও জাতি কিছুই করতে পারে না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আগামী প্রজন্মকে দক্ষ করে তোলার জন্যই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ও সিরামিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এটা শেখ হাসিনা সরকারের ১০০ বছরের সুদূরপ্রসারী দৃষ্টির প্রতিফলন।