Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,১৩জুলাই,২০১৯ঃ একমাত্র সৃষ্টি করতে ছাড়া মানুষের ভাগ্যে কী আছে কেউ কিছু বলতে পারে না। তবে হাতের কিছু রেখা যেগুলো দেখে মানুষ ধারণা করতে পারে ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে।যেমন আপনার হাতের কব্জিতে যদি ব্রেসলেট লাইন থাকে তাহলে সেটাই আপনা ভবিষ্যতের নির্ধারক। হাতের তালুর ঠিক নিচে কব্জিতে পরপর কয়েকটি রেখা থাকলে তাকেই বলে ব্রেসলেট লাইন।

এই ব্রেসলেট লাইন বলে দিতে পারে আপনা আয়ু থেকে নিয়ে আর্থিক অবস্থা। অধিকাংশ মানুষের হাতেই থাকে তিনটি করে ব্রেসলেট লাইন।

আর যাদের হাতে চারটি লাইন থাকে তারা ভাগ্যবান হন। কিন্তু প্রতিটি রেখার আলাদা আলাদা অর্থ রয়েছে।

প্রথম রেখাটি (হাতের তালুর ঠিক নিচে) স্পষ্ট এবং লম্বা হলে বুঝতে হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে। আর যদি এই রেখার মধ্যে ফাঁক দেখা যায় তাহলে বোঝা উচিত যে আপনার স্বাস্থ্য ভালো নেই। শীঘ্রই খেয়াল করা উচিত।

দ্বিতীয় রেখাটি স্পষ্ট ও লম্বা হলে আপনার হাতে অর্থ আসতে চলেছে। এই রেখা যদি অস্পষ্ট হয় এবং মাঝে ভাঙা থাকে তাহলে আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই আপনার।

তৃতীয় রেখাটিও স্পষ্ট হলে বুঝতে হবে আপনি সমাজে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব।

চতুর্থ রেখাটি সবার হাতে থাকে না। তৃতীয় রেখাটির সমান্তরাল বরাবর যাদের হাতে চতুর্থ রেখাটি থাকে তাদের জীবনে খ্যাতি সম্মান ও সমৃদ্ধি তিনটিই থাকে।