Mon. Oct 27th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার ,১৮জুলাই,২০১৯ঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত ব্যুরো (ন্যাব)।

কয়েকশ বিলিয়ন ডলারের তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে দুর্নীতির দায়ে আজ বৃহস্পতিবার আব্বাসিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ন্যাব।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, লাহোরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে গ্রেপ্তার হলে আব্বাসি। এর আগে দলটির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে কারাবন্দি আছেন নওয়াজ।

২০১৭ সালে নওয়াজ শরিফের পদত্যাগের পর এক বছরেরও কম সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পান আব্বাসি।

২০১৮ সালে দেশটির দুর্নীতিবিরোধী এ সংস্থা সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ এবং আব্বাসির বিরুদ্ধে তদন্ত শুরু করে। ক্ষমতার অপব্যবহার করে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে একটি কোম্পানিকে চুক্তি পাইয়ে দিতে সহায়তার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। আইন লঙ্ঘন করে একটি কোম্পানিকে ১৫ বছরের জন্য তরলিকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির অনুমতি দেওয়া হয়।