Wed. Oct 15th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শুক্রবার ,১৯জুলাই,২০১৯ঃ  মামলা ও নির্যাতনে বিএনপির ভিত মজবুত হচ্ছে বলে মন্তব্য করে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, শিগগিরই বেগম জিয়াকে মুক্তি না দিলে জোরদার আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

শুক্রবার (১৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। বিভাগীয় সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নিচ্ছে বলে মন্তব্য করে ফারুক আরও বলেন, এর মাধ্যমে বড় আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, যতই মামলা হচ্ছে বিএনপির ঐক্য ততই জোরদার হচ্ছে। বেগম জিয়ার মুক্তি আন্দোলনে শিগগিরই কর্মসূচি দেয়া হবে। খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করা হোক। তা না হলে দেশে যে তীব্রতর আন্দোলন শুরু হলে আপনাদের গদি অবশ্যই ছাড়তে হবে।