Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, শনিবার ,২০জুলাই,২০১৯ঃ ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের শিবরামপুর এলাকায় পাইপ বহনকারী ট্রাক খাদে পড়ে দুই জন শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার সকাল ৬টার দিকে ফরিদপুরমুখী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা দুই নির্মান শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরিদপুরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিক নিহত হন।

নিহত ও আহতদের নাম সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।