Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, শনিবার ,২০জুলাই,২০১৯ঃ  স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বারডেম হাসপাতালকে লিফ্ট প্রদান করেছে। ২০ জুলাই ২০১৯ তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ ঢাকার শাহ্বাগে অবস্থিত বারডেম হাসপাতালে স্ট্যান্ডার্ড ব্যাংক প্রদত্ত লিফ্ট এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ, বাডাস-এর সভাপতি প্রফেসর একে আজাদ খান, মহাসচিব জনাব মোঃ সাইফ উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর এম এইচ খান, যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব, বারডেম হাসপাতালের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী, ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ শহিদুল হক মল্লিকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।