Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার ২৪, বৃহস্পতিবার,২৫জুলাই,২০১৯ঃ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রূপালী ব্যাংকের ৫৭২ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদরে ভূইয়া প্লাজায় অনলাইন ব্যাংকিং সুবিধা সম্বলিত নতুন এ শাখাটির উদ্বোধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক (উত্তর) সঞ্চিয়া বিনতে আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক (স্বতন্ত্র) আবদুল বাছেত খান,
প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, একটি আধুনিক ও প্রগতিশীল ‌ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন রূপালী ব্যাংক সেসব প্রত্যাশা পূরণে সমর্থ হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, উত্তম সেবার নিশ্চয়তা ও আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে রূপালী ব্যাংক গ্রাহকদের প্রয়োজন মেটাতে ও সন্তষ্টি অর্জন করতে পারবে।