Wed. Oct 15th, 2025
Advertisements
খোলাবাজার ২৪, বৃহস্পতিবার,২৫জুলাই,২০১৯ঃশুটিংয়ে আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী। গাজীপুর জাতীয় উদ্যানে চলছিল ‘ডেঞ্জার জোন’-এর শুটিং। সেখানে একটি ঝুঁকিপূর্ণ শট নিতে গিয়ে অজ্ঞান হয়ে যান এই তারকা। মূলত ক্রেনের হেঁচকা টানে তিনি শূন্য থেকে আছড়ে পড়েন। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান। গতকাল বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে শুটিং বন্ধ রাখা হয়েছে। একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। কোমরে বাঁধা ছিল  ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন বাপ্পী। কিন্তু  কোমরে বাঁধা সুতার টানটা এতটাই  জোরে হয়েছিল যে, ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। বাপ্পীর মাংসপেশিতে মারাত্মক টান লেগেছে। গতকাল বিকাল ৪টার দিকে বাপ্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন সুস্থ আছি। ছবিটি পরিচালনা করছেন বেলাল সানি।