Thu. Aug 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১ আগস্ট,২০১৯ঃ ইন্দুরকানী প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে সুবিধাবঞ্চিত নারীদের মাস ব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রূপসী বাংলা উন্নয়ন সংস্থার মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ০২নং পত্তাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রেস ক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসাইন, নারী কল্যাণ সোসাইটির চেয়ারপার্সন নাজমুন নাহার, প্রশিক্ষক মোঃ জাফর প্রমুখ। প্রশিক্ষনে ইন্দুরকানীর চাড়াখালীর গুচ্ছগ্রামের ১৫ জন সুবিধাবঞ্চিত নারীকে নগদ পাঁচশত টাকা করে ও সনদ বিতরণ করা হয়। হেবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট এর আর্থিক সহায়তায় রূপসী বাংলা উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে।