Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১ আগস্ট,২০১৯ঃ স্বরূপকাঠিতে বলগেটের ধাক্কায় পৌরশহরের লোহার ব্রিজটি (ঢালাই স্লাব) বিধ্বস্ত হয়েছে। বুধবার রাতে উজান থেকে নেমে আসা বলগেট ওই ব্রিজে সজোরে ধাক্কা দিলে এক স্প্যানের খুটিগুলো কাত হয়ে উপরের বিমগুলো সরে সওে যায়। বলগেটটি স্বরূপকাঠি – কুড়িয়ানা -আটঘর সড়কের ঠিকাদারের মালামাল নামিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির জানান, ঠিকাদারের সাথে কথা হয়েছে তারা ব্রিজটি মেরামত করে দিবেন। ব্রিজ থেকে আপাতত যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে ওই খানেই খেয়া পারা পারের ব্যবস্থা করা হয়েছে।