Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,০৫ আগস্ট ,২০১৯ঃ দেশে ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু টেস্ট কিট থেকে সব ধরনের ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে।

সোমবার (৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ডেঙ্গু টেস্ট কিটে সব ধরনের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রি-এজেন্ট, প্লাটিলেট ও প্লাজমার কিটের ওপর থেকে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও আগাম আয়করে অব্যাহতি দিয়েছে সরকার।

আরও বলা হয়, ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানিতে এ সুবিধা কার্যকর হবে। পণ্যগুলো মানসম্মত কিনা তা মনিটরিং করবে ওষুধ প্রশাসন অধিদফতর। এ সুবিধা ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

গত দু’দিনের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা আবারো বেড়েছে। রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।