Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বুধবার,০৭ আগস্ট ,২০১৯ঃ  ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহরে পুলিশের তাড়া খেয়ে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। বুধবার এক পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপির খবর এমন তথ্য জানিয়েছে।

রাজ্যটিতে ভারতীয় সরকারের নিয়ন্ত্রণ কঠোর হওয়ায় উত্তেজনা বেড়েই চলছে। সোমবার মুসলিম অধ্যুষিত অঞ্চলটির সাংবিধানিক স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নিয়েছে ভারত সরকার।

কারফিউয়ের মতো বিধিনিষেধে রাজ্যটি প্রায় অচলাবস্থায় রয়েছে। কিন্তু প্রধান শহর শ্রীনগরে বিচ্ছিন্নভাবে হলেও বিক্ষোভ ও প্রতিবাদ চলছে।

নাম প্রকাশে এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের তাড়া খেয়ে এক তরুণ ঝিলুম নদীতে ঝাঁপ দিলে সে মারা যায়।

শ্রীনগরের পুরনো শহরে এ ঘটনা ঘটেছে। ভারত বিরোধী বিক্ষোভের কেন্দ্রবিন্দু বলা হয় ওই শহরটিকে।

এদিকে বিক্ষোভের সময়ে গুলিতে আহত হলে ছয় ব্যক্তিকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।