Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,০৭ আগস্ট ,২০১৯ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘এক্সপ্রেস মানি’ এর যৌথ উদ্যোগে ‘রেমিট্যান্স ক্যাম্পেইন’ সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় এক্সপ্রেস মানি, বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জাকারিয়া মাহমুদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম ও মো. আব্দুল জব্বারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনের আওতায় এক্সপ্রেস মানি এর মাধ্যমে পাঠানো রেমিট্যান্স ইসলামী ব্যাংকের যে কোন শাখা থেকে উত্তোলনের জন্য রেমিট্যান্স সুবিধাভোগীরা আকর্ষনীয় উপহার পাচ্ছেন। অফারটি ২২ আগস্ট ২০১৯ পর্যন্ত অব্যাহত থাকবে।