Tue. Oct 14th, 2025
Advertisements

তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ সমকালকে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে ক্লোজড করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে তার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা থানার পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্যগ্রহণ করছেন।

এএসপি ফিরোজ আহমেদ বলেন, ‘প্রয়োজনে অভিযোগকারীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবে তদন্ত কমিটি। তবে আদালত থেকে এখনও কোনো কাগজপত্র বা নির্দেশনা পাইনি আমরা।’

গত শুক্রবার রাতে এক নারীকে থানার মধ্যে গণধর্ষণ করা হয় বলে আদালতে অভিযোগ করেন ওই নারী। ইতিমধ্যে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।