Sun. Sep 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,৩সেপ্টেম্বর,২০১৯ঃ  বিশ্বের সুখী দেশের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া এবং কানাডা। দেশ দুটি ৮৬ শতাংশ সুখী মানুষ নিয়ে এই অবস্থান অর্জন করেছে।

তালিকাটিতে সর্বমোট ২৮টি দেশের নাম উল্লেখ করা হয়েছে।

হ্যাপিনেস ইনডেক্সে অস্ট্রেলিয়া এবং কানাডার পরেই আছে চীন। ৮৩ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে চীন। অপরদিকে ব্রিটেন ৮২ শতাংশ নিয়ে তৃতীয় স্থান, ফ্রান্স ৮০ শতাংশ নিয়ে চতুর্থ স্থান এবং যুক্তরাষ্ট্র ৭৯ শতাংশ নিয়ে রয়েছে ৫ম স্থানে।

এছাড়া সৌদি আরব ও জার্মানি ৭৮ শতাংশ নিয়ে রয়েছে সপ্তম স্থানে এবং ভারত ৭৭ শতাংশ নিয়ে নবম স্থানে রয়েছে।

দেশের মানুষ কতটা খুশি অর্থাৎ সবকিছু মিলিয়ে দেশ কতটা সুখী তা নির্ধারণ করেই এই তালিকা বের করেছে হ্যাপিনেস ইনডেক্স।

প্রত্যেক বছরই বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে বিশ্বের সুখী দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়।। ২০১৯ সালে এই এককের নিরিখে ২৮টি সুখী দেশের নাম প্রকাশ করা হয়।

ব্যক্তিগত সুরক্ষা, বন্ধুবান্ধব এবং জীবন নিয়ন্ত্রণের ধারণার ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে। আরামদায়ক জীবনযাপন, স্বাস্থ্য, আর্থিক অবস্থা এবং সামাজিক পরিচিতিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষের ভালো থাকার ক্ষেত্রে শখ এবং আগ্রহও গুরুত্বপূর্ণ দুটি বিষয় বলে বিবেচিত হয়।