খােলাবাজার ২৪,মঙ্গলবার,৩সেপ্টেম্বর,২০১৯ঃবানারীপাড়া (বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মত বিনিময় করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলবেন। সোনার বাংলা বিনির্মানে সোনার মানূষের প্রয়োজন আর সে মানুষ গড়বেন আপনারা। আপনারা মানুষ গড়ার কারিগর,আপনাদের বিবেকের উপর বানারীপাড়ার শিক্ষার দায়িত্ব ছেড়ে দিলাম। শিক্ষকরা কোচিং বানিজ্য বন্ধ করে ক্লাশে মনোযোগী হবেন এটাই আমাদের চাওয়া। এসময় আরো বক্তৃতা করেন বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা আ’লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি মাহমুদ হোসেন মাখন, সম্পাদক মালাদ হোসেন সানা, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মন্টু লাল কুন্ডু,পৌর আ’লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, থানা অফিসার ইনচার্জ খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ।