Mon. Oct 27th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২৬সেপ্টেম্বর,২০১৯ঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন। আলমগীর হোসেন বলেন, যেকোন মূল্যে দেশমাতার মুক্তি ও গনতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই আন্দোলনের জন্য চুড়ান্ত প্রস্তুতি নিন।
তিনি আরো বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। কেননা বর্তমানের এই ক্যাসিনো অনির্বাচিত সরকার দিয়ে দেশের চলমান সমস্যার সমাধান হবে না।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা নাদির খান রাজু, কে,এম সাখাওয়াত, তরিকুল ইসলাম নজিবুল, জাহিদুল ইসলাম, তানজিদ হাসান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল রাজ্জাক ফকির, শ্রমিক নেতা শাহাজাহান সরদার, আঃ বারেক শেখ প্রমুখ।