Mon. Oct 27th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,৩০সেপ্টেম্বর,২০১৯ঃমেহেদী হাসান, জবিঃ জগন্নাগ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাবনা জেলা ছাত্র কল্যাণে ২৪ জন সদস্য নিয়ে নতুন কমিটি গঠণ করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে রসায়ন বিভাগের নবম ব্যাচের আমিরুল ইসলাম পরশ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে ভুগোল ও পরিবেশ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান রিপন কে।
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে আগামী এক বছরের জন্য অনুমোদন দেন পাবনা জেলা কল্যাণের উপদেষ্টাগণ। এসময় উপস্থিত ছিলেন বকুল সরকার,লতিপুর রহমান,হেলাল উদ্দিন এবং গত কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি সহ আরো অনেকে।
এ বিষয়ে নতুন কমিটিতে আসা নব্য সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন দেশ সংবাদ কে বলেন, “আমরা জবিস্থ পাবনা জেলা হতে আগত সকল শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বিবেচনায় রেখে কমিটির উন্নয়ন ও নিরাপত্তা জনিত সকল বিষয়ে একে অপরকে সাহায্য সহযোগিতা করবো। যেহেতু আমরা অনাবাসিক সুতরাং তাদের থাকা,আর্থিক সহ সার্বিক সহযোগিতার লক্ষ্যে সামনে আগাবো। ” জবিস্থ পাবনা জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটি