Mon. Oct 27th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,০৭অক্টোবর,২০১৯ঃ আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। গত দুই বছরের সফলতা ও ব্যর্থতা নিয়ে কথা বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

শিল্পীদের স্বার্থে উল্লেখযোগ্য কী কাজ করেছেন জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘সমিতির ফান্ডে টাকা এনেছি। এই আমলে শিল্পীদের সহায়তা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের ক্ষেত্রে শিল্পী সমিতির ভূমিকা ছিলো। এরই মধ্যে অসহায় শিল্পীদের মধ্যে চিকিৎসার ব্যবস্থাসহ শিল্পীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছি। শিল্পীদের জন্য কল্যাণ ট্রাস্ট করা হয়েছে; যেটা মন্ত্রণালয়ে পাশ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে। চলচ্চিত্র পুরস্কারের সময় মানীয় প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করবেন। এছাড়া আমরা শিল্পীদের জন্য প্রতি ঈদে তাদের নিয়ে আয়োজন, এফডিসিতে গরু কোরবানিসহ তাদের নিয়ে প্রতিবছর পিকনিকের আয়োজন করি। শিল্পীদের বিপদে আমরা পাশে দাঁড়িয়েছি। আবার নির্বাচিত হলে সব সংগঠনের সঙ্গে কথা বলে সরকারের উচ্চ পর্যায়ে বসে সিনেমার সংখ্যা, সিনেমার হলের সংখ্যা বাড়ানো নিয়ে কথা বলবো।’

বর্তমান কমিটিতে থাকাকালীন ব্যর্থতা স্বীকার করে জায়েদ বলেন, ‘ব্যর্থতা বলতে আমরা চাচ্ছিলাম শিল্পীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। যেটা দুই বছরে সম্ভব হয়নি। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এটা চাইলেই হয়ে যাবে। আমরা তার সঙ্গে দেখা করে এটা চাইবো। শিল্পীরা কারো কাছে হাত পাততে চায় না। খুব অভিমানী তারা। শিল্পীরা কাজ চায়।’

এবারের শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ-মিশা প্যালেন নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে সভাপতি পদে চিত্রনায়িকা মৌসুমি নির্বাচন করছেন। শুরুতে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন করতে গেলেও শিল্পী সমিতির নির্বাচনে এককভাবেই নির্বাচন করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।