Mon. Oct 27th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,১২অক্টোবর,২০১৯ঃ  ৩৭ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-১৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফাহ নানজীবা তোরসা।

শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর গ্র্যান্ড ফিনালে এক মাসের প্রতিযোগিতা শেষে দেশের সেরা সুন্দরী নির্বাচিত হন তোরসা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানের দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা।

এসময় তার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মায়াবী ও দ্বিতীয় রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা।

জানা যায়, চলতি বছরের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন নির্বাচিত এই সুন্দরী। পড়াশোনার পাশাপাশি তোরসা বাংলাদেশ বেতারের উপস্থাপক ও আবৃত্তি শিল্পী। এছাড়া একটি বেসরকারী টিভি চ্যানেলের উপস্থাপক হিসেবে কাজ করছেন।

চট্টগ্রামের কক্সবাজার জেলার কুবুবদিয়া উপজেলার মেয়ে তোরসা। বর্তমানে চট্টগ্রাম শহরেই বসবাস করছেন তিনি। ২০১০ সালে জাতীয় শিশুকিশোর প্রতিযোগিতায় নৃত্যে স্বর্ণ পদক লাভ করেন তোরসা। শিল্পের সব মাধ্যমেই পারদর্শী তিনি। তৌকির আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্রের একটি চরিত্রে অভিনয় করেছিলেন।

রাফাহ নানজীবা তোরসা বলেন, ‘নিজেকে সেরা প্রমাণ করতে অনেক পরিশ্রম করেছি। আমার আত্মবিশ্বাস ছিল, অবশেষে সফল হয়েছি। সবার দোয়া চাই।’