Sun. Oct 26th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,১৪অক্টোবর,২০১৯ঃমোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ফেসবুকে দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ার অপরাধে নির্মমভাবে রাতভর নির্যাতন চালিয়ে ছাত্রলীগের ক্যাডাররা খুন করেছে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। আবরার ফাহাদের মতো নিরীহ নিরপরাধ মেধাবী ছাত্রকে হত্যার মাধ্যমে ছাত্রলীগ প্রমাণ করেছে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের জান-মালের কোনো নিরাপত্তা নেই।
খায়রুল কবির বলেন, ছাত্রলীগের খুন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, টেন্ডারবাণিজ্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের ক্যাডারদের হাতে জিম্মি হয়ে পড়েছে।
আজ রবিবার দুপুরে দেশের স্বার্থ বিরোধী চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ সভাপতি রোকেয়া আহমেদ লাকি, এম.এ জলিল, এড.আব্দুল বাসেদ, মন্জুর এলাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, শিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হারিছ রিকাবদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহম্মেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।