Fri. Sep 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৫অক্টোবর,২০১৯ঃ বিশ্বে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয় স্যামসাংয়ের। তবে সব দেশেই স্যামসাংয়ের অবস্থান এক নয়। এছাড়া অনেকদিন ধরেই তাদের নামের পাশে রয়েছে বিভিন্ন শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। চলুন জেনে নেই কোন দেশের কোন স্মার্টফোনগুলো বেশি জনপ্রিয়-

যুক্তরাষ্ট্র : দেশীয় পণ্যেই আস্থা রাখছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটিতে স্মার্টফোন বাজারের দিক দিয়ে সেরা হচ্ছে অ্যাপল। তারপরের অবস্থানে রয়েছে স্যামসাং ও মটোরলা।

যুক্তরাজ্য : যুক্তরাজ্যেও অ্যাপলের অবস্থান শীর্ষে। অ্যাপলের পেছনে আছে স্যামসাং, হুয়াওয়ে ও অ্যালকাটেল।

কানাডা : কানাডায় খুবই জনপ্রিয় স্মার্টফোন হচ্ছে অ্যাপল। দ্বিতীয় স্থানে রয়েছে হুয়াওয়ে।

চীন : চীনের মানুষ দেশীয় পণ্যই বেশি পছন্দ করেন। তাই শীর্ষে রয়েছে চীন কোম্পানি হুয়াওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান আছে ভিভো ও অপো।

রাশিয়া : রাশিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় হুয়াওয়ে। এর পরই রয়েছে স্যামসাং ও অ্যাপল।

অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ানদের মন জয় করেছে স্যামসাং। অ্যাপল ও হুয়াওয়ের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।

থাইল্যান্ড : থাইল্যান্ডে সবচেয়ে বেশি বিক্রি হয় অপো স্মার্টফোন। এরপরে রয়েছে অ্যাপল ও স্যামসাং।

পাকিস্তান : পাকিস্থানে শীর্ষে রয়েছে স্যামসাং। এছাড়া ও শীর্ষের তালিকায় রয়েছে হুয়াওয়ে, অপো, কিউমোবাইল ও মটোরলা।

বাংলাদেশ : স্যামসাং বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন ব্র্যান্ড। বাংলাদেশেও এই ব্র্যান্ডের স্মার্টফোন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এরপর শাওমি, ওয়ালটন ও সিম্ফনির অবস্থান।