Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৫অক্টোবর,২০১৯ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর পলাশে স্মাইলে উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন। আজ মঙ্গলবার সকালে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে পলাশের চরনগরদী কল্যাণী ইনক্লুসিভ স্কুলে স্মাইল- সিক্রেট অফ ইউর হ্যাপিনেস পলাশ শাখার উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন। কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অফ কর্মাস এর সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ কামরুল ইসলাম গাজী, নরসিংদী খবর পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার ফারজানা জাহান শেলী, ইউপি সসদস্য মনিরুজ্জামান আজাদ, নারগিস বেগম, স্কুল পরিচালনা কমিটির সদস্য চন্দন কুমার শাহা, ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠান উদ্বোধন করেন স্মাইল- সিক্রেট অফ ইউর হ্যাপিনেস এর ফউন্ডার মোঃ ফারাবি রহমান আলিফ। অনুষ্ঠান পরিচালনা করেন কো – অর্ডিনেটর মোঃইমান ফারাবি।
এসময় আরো উপস্থিত ছিলেন স্মাইল- সিক্রেট অফ ইউর হ্যাপিনেস এর জেনারেল সেকেটারি আজিজুল হক পলাশ, পলাশ থান ছাত্রলীগের সহ সভাপতি মাছুম পাঠান, স্মাইল- সিক্রেট অফ ইউর হ্যাপিনেস এর পলাশ শাখার কো-অর্ডিনিদেটর মোঃসোহেল খান জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম টিটু, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তারেক মোল্লাসহ স্মাইল- সিক্রেট অফ ইউর হ্যাপিনেসেরর পলাশ শাখার সকল সদস্য প্রমুখ।

স্মাইল- সিক্রেট অফ ইউর হ্যাপিনেসএর ফাউন্ডার মোঃ ফারাবি রহমান আলিফ জানান,স্মাইল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যা ২০১৮ সালে ১অক্টোবর আমরা কয়েক জনে মিলে গঠন করি। স্মাইলের বর্তমানে সারাদেশে ২৬টি শাখা ৩০০০ সদস্য কাজ করতেছে। নানাধরনের সেবামূলক কাজ করা হয় সহ স্মইলের বিভিন্ন শাখায় প্রতিষ্ঠা করেছে ইচ্ছের হাসি যেখানে সুবিধাবঞ্চিত মানুষ বিনা বেতনে পড়াশুনার সুযোগ পাচ্ছে। এবছর স্মাইল আরো বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবে। পরে প্রধান অতিথি চিত্রা অংকন প্রতিযোগিতা বিজয়িদের মাঝে পুরষ্কার তুলে দেন।