Mon. Oct 27th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,সোমবার,২১অক্টোবর,২০১৯ঃ অবশেষে অভিনেতা সিদ্দিক ও অভিনেত্রী মিমের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। সোমবার (২১ অক্টোবার) বিকালে ডির্ভোসের ব্যাপারটি নিশ্চিত করেছেন মিম।

মিমি গণমাধ্যমকে জানান, দুই একদিনের মধ্যে ডিভোর্স পেপার সিদ্দিকের হাতে পৌঁছাবে।

সিদ্দিক-মিমের মধ্যে দূরত্ব বেড়েছে বেশ কয়েকমাস ধরেই। বাধ্য হয়ে তিন মাস ধরে স্বামীর কাছ থেকে আলাদা ছিলেন মিম।

মিমের অভিযোগ, কিছু দিন আগেই একটি বিজ্ঞাপনে কাজ করার কথা থাকলেও বিজ্ঞাপনটির নির্মাতা রানা মাসুদকে সিদ্দিকই প্রভাবিত করেছেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেয়ার জন্য। মিম আরও বলেন, সিদ্দিক নিজেও একজন শোবিজের মানুষ। অভিনয় করে, মডেলিং করে। এতে আমার কোনো আপত্তি নেই। স্বামী হিসেবে ওর কাছে কোনো সহযোগিতা পাই না। সে জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের।

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসারে পুত্রসন্তানের জন্ম হয়। সে পুত্র এখন সিদ্দিকের সঙ্গে থাকছে বলে জানান মিম।