খােলাবাজার ২৪,সোমবার,২১অক্টোবর,২০১৯ঃ অক্টোবর ২২, ২০১৯ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নোয়াপাড়া বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, সিলেটের আঞ্চলিক প্রধান জনাব কাজী মোতাহের হোসেন, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জনাব এস. এম নজরুল ইসলাম, নোয়াপাড়া বাজার শাখার ব্যবস্থাপক জনাব মোশতাক আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।