এজন্য তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, আপনি স্থায়ী কমিটির একজন সদস্য আপনি এজেন্ডা নেন, আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য, মুক্তির নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাই একসঙ্গে কারাবরণ করবো।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আবরার হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
আমানুল্লাহ আমান বলেন, আমরা দেখেছি ভোলাতে অসহায় নিরীহ তৌহিদী জনতাকে পুলিশ গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এভাবে আর মানুষ খুন হতে দেয়া যায় না। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান করেন তিনি।
খালেদা জিয়ার আরেক উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া বলেছেন, আমরা এখনো পর্যন্ত খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে আন্দোলন করা প্রয়োজন সেই আন্দোলন করতে পারিনি। কিন্তু আমরা বড় বড় কথা বলি।
তিনি মঞ্চে উপস্থিত নেতাদের উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, এ সরকার খালেদা জিয়াকে স্বাভাবিকভাবে মুক্তি দেবে না। খালেদা জিয়াকে যদি জীবিত অবস্থায় মুক্ত করতে হয় তাহলে গণঅভ্যুত্থান ছাড়া আর কোনো পথ নেই।