Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২৪অক্টোবর,২০১৯ঃ মহাকাশে হোটেল ব্যবসার উদ্যোগ নিয়েছেন ক্যালিফোর্নিয়ার ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা। ওই সংস্থা ভন ব্রন রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরি করার পরিকল্পনা নিয়েছে।

হোটেলের ২৪টি মডিউল থাকবে, নাগরদোলার মতো ঘুরবে হোটেলের প্রতিটি মডিউল। এই ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে। যার ফলে পৃথিবীর মতোই হোটেলের ভিতর ঘুরে বেড়াতে পারবেন সবাই।

আগামী ২০২৭ সালের মধ্যে হোটেলটি চালু করা হবে। একসাথে ১০০ জন অতিথি থাকতে পারবে হোটেলে।

২৪টি মডিউলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের সজ্জা। ওই মডিউল গুলিতে থাকবে রেস্তরা, জিম, বার, কনসার্টের জায়গা, সিনেমা হল সব রকম বিনোদনের ব্যবস্থা।