Sun. Oct 26th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২৪অক্টোবর,২০১৯ঃ আগামীকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে এবার শুধুমাত্র মিশা-জায়েদরাই পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে লড়ছেন চিত্রনায়িকা মৌসুমী ও ইলিয়াস কোবরা। ভোটের লড়াইয়ে মুখোমুখি অবস্থানে মিশা-মৌসুমী এবং জায়েদ-ইলিয়াস কোবরা। তবে পূর্ণ শক্তি নিয়ে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে মিশা-জায়েদ প্যানেল। এরই মধ্যে তারা হুঁশিয়ারি দিয়েছেন- মিশা সওদাগর জয়ী না হলে প্যানেলের অন্যসব প্রার্থীরা পদত্যাগ করবেন।

গতকাল বুধবার প্যানেল পরিচিতির আয়োজন করেন মিশা-জায়েদ। মঞ্চে দাঁড়িয়ে মিশা-জায়েদ প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান দলের প্রার্থীরা। মিশা সওদাগর জয়ী না হলে প্যানেলের অন্যসব প্রার্থীরা পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দেন।

এ সময় চিত্রনায়ক রুবেল বলেন, ‘বিগত বিশ বছরেও মিশা-জায়েদ প্যানেলের মতো এতো সুন্দর কাজ কেউ করেনি, এটা আমার ভাই সোহেল রানার কথা। তাই ভাইয়ের কথায় আমিও তাদের উন্নয়নের হাত শক্ত করতে তাদের প্যানেলের হয়ে নির্বাচন করছি।’

তিনি আরও বলেন, ‘মিশাকে জয়ী করুন, না হলে আমরা বাকিরাও পদত্যাগ করবো।’

রুবেলের কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ডিপজল ও উপস্থিত সদস্যরা।

অনুষ্ঠানে মিশা-জায়েদের প্যানেলকে জয়যুক্ত করার অনুরোধ জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা, আফজাল শরীফদের মতো অভিনেতারাও। সভা শেষে মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিল্পীরা।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচন হয়। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিশা-জায়েদ প্যানেল পাস করে। রোজিনা, অঞ্জনা, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপি, ইমন, সাইমনসহ অনেক তারকা শিল্পী বিজয়ী হয়ে এই কমিটিতে আসেন।