Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,০৬জানুয়ারি ,২০২০ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর বেলাব উপজেলায় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ ও ৫০০ পিছ ইয়াবাসহ আমির হোসেন (৩০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। রবিবার রাতে বেলাব উপজেলার চর কাশিমনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আমির হোসেন ঝালকান্দা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
বেলাব থানার উপ পরিদর্শক মীর সোহেল রানা জানান, গ্রেফতারকৃত আমির হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।