Fri. Oct 17th, 2025
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,০৬জানুয়ারি ,২০২০ঃ ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ নীতিমালা-২০১৯ এর আলোকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত কর্মকর্তার উপস্থিতিতে ৫ মিনিটের ভিডিও কনফারেন্স কর্মসূচি-২০২০ পালনের পরে নীলফামারীর ডিমলা বাবুরহাট পন্ডিতপাড়া প্রতিবন্ধি বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিমলা উপজেলার ২০২০ শিক্ষাবর্ষের ডিমলা বাবুরহাট পন্ডিতপাড়া প্রতিবন্ধি বিদ্যালয়ে পহেলা জানুয়ারী বই উৎসব পালনে সকল শিক্ষার্থীদের হাতে-হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বই পেয়ে খুশিতে আত্মহারা হয় কোমলমতি প্রতিবন্ধি শিক্ষার্থীরা।
ডিমলা বাবুরহাট পন্ডিতপাড়া প্রতিবন্ধি বিদ্যালয়ের মাঠে উক্ত বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি বাবু ভুপেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে বই উৎসবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য বোরহান উদ্দিন। বিদ্যালয়ের শতাধীক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের অভিভবিক গণ উপস্থিত ছিলেন।