Wed. Oct 15th, 2025
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,১৪মার্চ,২০২০ঃ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।  ইতিমধ্যেই বিশ্বস্বাস্থ্য সংস্থা ‘হু’-ও করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। চিনের উহান শহর এই ভাইরাসের উৎসস্থল হলেও ক্রমশ বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ। ইতালি, ইরান ও অন্যান্য দেশের পাশাপাশি করোনাভাইরাস থাবা বসিয়েছে ভারতেও। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন হয়েছে ৭৩ জন।

প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে প্যারিস সফর বাতিল করেছেন দীপিকা পাড়ুকোন। অনুপম খের-সহ অনেক বলিউড সেলিব্রিটি করোনা থেকে বাঁচতে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। এবার সেই তালিকায় শামিল হলেন অমিতাভ বচ্চন। করোনা নিয়ে কবিতা লিখেছেন তিনি। সেটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

সেখানে তিনি বলেছেন, করোনা নিয়ে অনেক চর্চা হচ্ছে। অনেক ক্ষতি হয়েছে। তাই তিনি তাঁর অনুগামীদের জন্য কবিতা লিখেছেন। কবিতায় অমিতাভ বলেছেন, অনেকে অনেক কথাই বলছেন। তবে অযাচিত কথায় কান না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি। তাহলেই করোনা ঠেকানো যাবে।