Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,১৪মার্চ,২০২০ঃ মিসেস শামীম আখতার রশিদ, রাঙামাটি জেলা পরিষদের একমাত্র মহিলা সদস্য এবং রাঙামাটির দৈনিক পত্রিকা পার্বত্য বার্তার সম্পাদক, রাঙামাটি জিলা আওয়ামী লীগের সদস্য গতকাল দুপুর ১১ তে সময় ভারতের একটি হাসপাতালে শেষ নিশ্বাস টেগ করেন| তিনি দীর্ঘ দিন ধরে ফুস ফুসের ক্যান্সারে ভুগছিলেন| তার স্বামী দৈনিক পার্বত্য বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক|
চট্টগ্রাম বিশ্ববিদ্দালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড শহীদ আব্দুল রশিদ | তিনি ১ ছেলে মুস্তাফা রশিদ রনি এ ১ মেয়ে সারা রশিদ, জামাতা রবিউল আলম মুন্না সহ নাতি নাতনি ও গুনাগ্রাহী রেখে গিয়েছেন |