Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,১৫মার্চ,২০২০ঃ করোনা আতঙ্কে থাইল্যান্ডে শুটিং বাতিল হয়ে গেল দেবের। অন্যদিকে ২২ মার্চ ‘কমান্ডো’ ছবির শুটের জন্য বাংলাদেশ যাওয়ার কথা অভিনেতা সাংসদের। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করার আনন্দ শেয়ার করেছিলেন ভক্তদের সঙ্গে। করোনা সেই আনন্দেও থাবা বসাল।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেব বললেন, আমি বাংলাদেশ যাচ্ছি না। করোনার জন্য আপাতত আমার ট্রাভেল বন্ধ। এই  প্রাণঘাতী ভাইরাস আমার শুটিং প্ল্যান নষ্ট করে দিচ্ছে। মে মাসে আমার ‘হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী’ আসছে, ‘টনিক’ আসছে। এখন থেকেই ভাবছি কী করব? মু্ক্তির দিন কি পেছতে হবে? বুঝতে পারছি না।

এদিকে, করোনা আতঙ্কে আইপিএল স্থগিত হল। করোনার কারণে পিছিয়ে গেল ‘সূর্যবংশী’র মুক্তির দিনও। সেই প্রসঙ্গ টেনে বললেন দেব, বন্ধ হয়ে গেছে অনেক সিনেমা হল। এবার পশ্চিমবঙ্গেও হবে। শেয়ারবাজার যেভাবে ধাক্কা খাচ্ছে আমাদের অর্থনীতিতেও বড়সড় আঘাত আসবে।