Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,১৫মার্চ,২০২০ঃ ভারতের কেরালা রাজ্য জুড়ে রোবট নিয়ে ক্যাম্পেইন চালানো হচ্ছে। খুব ভিড় বা জনাকীর্ণ স্থানগুলোতে রোবটকে সচেতনাতামূলক কাজে লাগানো হচ্ছে। ফেস মাস্ক, স্যানিটাইজার, ন্যাপকিন বিতরণের কাজ করছে এসব রোবট।

কেরালা রাজ্যে করোনা ভাইরাসের বিস্তার সবচেয়ে বেশি ঘটেছে। এই রাজ্যে কমপক্ষে ১৭ জন করোনায় আকান্ত হয়েছেন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন প্রায় এক হাজার মানুষ। তাই এই প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে রোবটগুলোকে মোতায়েন করা হচ্ছে এসব সচেতনাতামূলক কাজে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কেরালা স্টার্টআপ মিশনের আওতায় এই রোবটগুলো তৈরি করেছে আসিমোভ নামের একটি কোম্পানি। রোবটগুলো ফেস মাস্ক, স্যানিটাইজার, ন্যাপকিন বিতরণের কাজ করবে।

এই বিষয়ে রোবট তৈরি প্রতিষ্ঠান আসিমোভের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়াকৃষ্ণান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের উদাসীনতার কারণে আমরা এই রোবটগুলো বানিয়েছি।

এদিকে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই রোবটগুলো নিয়ে রাজ্য জুড়ে একটি ক্যাম্পেইন চালাচ্ছে কেরালা স্টার্টআপ মিশন।

এ বিষয়ে কেরালা স্টার্টআপ মিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজি গোপিনাথ বলেন, রোবটগুলোকে রাজ্যের এয়ারপোর্ট এবং জনসমাগমপূর্ণ জায়গায় বসানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

ভারতে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।