Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার২৪, শনিবার ০৯ মে, ২০২০: করোনার প্রকোপে আপাতত মাঠে গড়াচ্ছে না ক্রিকেট। তাই নিজ নিজ বাসায়, নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। শেষ কয়েকদিন জাতীয় দলের কয়েকজনকে নিয়ে লাইভে এসেছেন তামিম ইকবাল। তার সঙ্গী ছিল মাশরাফি, মুশফিক, রিয়াদরা।

 

এরই ধারাবাহিকতায় গতকাল তাসকিন আর রুবেলকে নিয়ে লাইভে আসেন এ ওপেনার। কিছুক্ষণ পর লাইভ আড্ডায় অতিথি হিসেবে যোগ দেন দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন। এরপরই সবাই কিছুক্ষণের জন্য রুবেলকে নিয়ে মেতে ওঠেন হাসি-ঠাট্টায়।

ঘটনাটা উসকে দেন তাসকিন। তামিম নাসিরকে বিদায় দিচ্ছে এ সময় হঠাৎ করেই এ ফাস্ট বোলার বলেন দাঁতের কাহিনীটা সত্য কিনা। এরপরই সত্যটা উঠে আসে নাসিরের কন্ঠে।

 

নাসির বলেন- ‘একদিন রাত ৮টা কিংবা ৯টায় আমি, তাসকিন আর রুবেল সুইমিংপুলে সুইমিং করছিলাম। এমন সময় রুবেলের দাঁত খুলে পানিতে পড়ে যায়। আর সেটা আমি পেয়ে পাশেই থাকা নারিকেল গাছের গোড়ায় লুকিয়ে রাখি। রুবেল পারলে কাঁদবে এমন অবস্থা। কি করতে হবে সেটাও বুঝতে পারছে না। আমি যদি বলি তাহলে ও ১২ টা পর্যন্ত পানিতে থাকবে।’

এছাড়াও আলাপচারিতায় নাসিরের ক্যারিয়ার নিয়ে তামিম বলেন- জাতীয় দলকে তোর এখনো অনেক কিছুই দেবার আছে। আমি শিওর যে তুই নিজের মতো করে কষ্ট করছিস। আশাকরি তুই তাড়াতাড়ি আবারো জাতীয় দলে ফিরে আসবি।