Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার ১৪ মে, ২০২০: সোশ্যাল মিডিয়ায় রান্নার ভিডিও দেখতে বেশ ভালো লাগে। কখনও চোখের নিমেষে তৈরি হয়ে যাচ্ছে সুস্বাদু কেক-পেস্ট্রি, আবার কখনও বিরিয়ানির গন্ধ যেন ভেসে আসছে নাকে। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট সেনসেশন তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়।

এক বছরের কোবে-এর মা-বাবা কোবি ইটস নামে একটি অ্যাকাউন্ট খুলেছেন, যেখানে মাঝে মধ্যেই তারা ছোট্ট আদুরে কোবের রান্না ঘরে নানা কীর্তি কলাপের ভিডিও পোস্ট করছেন অ্যাশলে এবং কাইলি।

প্রথম ভিডিও পোস্ট করা হয় ২৫ ফেব্রুয়ারি ২০২০। ইতোমধ্যে ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাড়ে চার লাখের গন্ডি!