Wed. Oct 15th, 2025
Advertisements

খােলাবাজার২৪ বুধবার ২৬ আগস্ট, ২০২০: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫-তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থমন্ত্রনালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ২৬-০৮-২০২০ তারিখ গাইবান্ধা জেলার সদর উপজেলা এবং সাঘাটা উপজেলা বন্যাদুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করে।
উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মতিন, জেলা প্রশাসক, গাইবান্ধা। কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর মধ্যে সাম্প্রতিক সময়ে বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশের মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। এ পরিস্থিতিতে বিএইচবিএফসি বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য ডেপুটি স্পিকার মহোদয় বিএইচবিএফসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বিএইচবিএফসি’র পক্ষ থেকে সদর দফতর, প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ গোলাম মোস্তফা, জনাব মোহাম্মদ নূরুজ্জামান, জোনাল ম্যানেজার-রংপুর ও জনাব মোঃ হাবিবুর রহমান, শাখা ম্যানেজার-গাইবান্ধাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।