Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার২৪ সেপ্টেম্বর,২০২০: ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ কারণে ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এ নিষেধাজ্ঞা জারি করে। অন্য দুটি দেশ হলো ব্রাজিল ও আর্জেন্টিনা।

দেশ তিনটির নাগরিকদের মধ্যে যারা ১৪ দিন আগে সৌদি আরব ভ্রমণ করেছেন, তারাও নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে।

এতে আরো বলা হয়, উল্লিখিত তিন দেশের নাগরিক ছাড়াও সৌদি আরবে আসার ১৪ দিন আগে যারা ওই দেশ তিনটির যেকোনো একটিতে ভ্রমণ করেছেন তাঁদেরও সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।

তবে সরকারি আমন্ত্রণপত্র আছে এমন কেউ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। সৌদি আরবে এ পর্যন্ত তিন লাখ ৩০ হাজার ৭৯৮ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।