Tue. Oct 14th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার২৪ সেপ্টেম্বর,২০২০: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের পর আহতদের ঢাকায় নিয়ে আসা হয়। ফাইল ছবি : ইউএনবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে মোট এক কোটি ৭৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহত ও আহত ৩৫ পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে অনুদানের চেক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে হস্তান্তর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।