
যাওয়ার আগে তমা মির্জা বলেন, ‘বিষয়টি আসলে কাউকে জানাতে চাইনি। বিয়ের পরপরই হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ওর কাজের ব্যবস্ততার কারণে তখন যাওয়া হয়নি। এরপর তো করোনার কারণে লকডাউন।’
তিনি আরও বলেন, ‘করোনার সময় ঘরবন্দী ছিলাম। কোথাও যাওয়া হয়নি। যেহেতু হানিমুনেও যাওয়া হয়নি, তাই এই সুযোগটা কাজে লাগালাম। সব ঠিক থাকলে আগামী ১৭ তারিখ দেশে ফেরার ইচ্ছে আছে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ ও নিরাপদে দেশে ফিরতে পারি।’
এদিকে, বর্তমানে এ নায়িকার হাতে তিনটি ছবির কাজ আছে। এর মধ্যে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ। শুধু ডাবিংয়ের কাজ বাকি। শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী’ এবং আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের ছবি দুটির শুটিং অসমাপ্ত অবস্থায় আছে।