Wed. Oct 1st, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,২৯ সেপ্টেম্বর,২০২১ঃ টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে সাবেক অধিনায়ক শোয়েব মালিককে ফেরাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্রের বরাত দিয়ে আজ বুধবার এ খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান জাতীয় টি-টোয়েন্টি কাপে দলে জায়গা পাওয়া খেলোয়াড়দের হতাশাজনক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে কিছু পরিবর্তন আনতে চলেছেন নির্বাচকরা।

পিসিবির সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সাবেক অধিনায়ক শোয়েব মালিককে নেয়া হবে দলে। পাশাপাশি বাদ দেয়া হবে দুই ব্যাটসম্যান আজম খান ও শোয়েব মাকসুদকে। হতাশাজনক পারফরম্যান্সের কারণে তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনেরও দলে থাকার সম্ভাবনা কম।