Wed. Oct 15th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,২৯ সেপ্টেম্বর,২০২১ঃ টাঙ্গাইলের সদরে ৭০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে উপজেলার নগর জলফৈ (আশেকপুর) বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারীপুর গ্রামের মৃত জসিম সিকদারের ছেলে জীবন সিকদার ওরফে সেলিম সিকদার (৩৮) ও তার স্ত্রী মোছা. সুখ তারা (৩২)। আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের ৭০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আসামিরা রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।