
প্রথমার্ধে মেসি-গ্রিজম্যানরা সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধানটা আরও বাড়তে পারতো। জুভেন্টাসের মোরাতা বার্সার জালে বল পাঠালেও অফসাইডে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরও একবার অফসাইডের কারণে গোল বঞ্চিত হোন মোরাতা।৮৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। পিয়ানিচকে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার দেমিরাল। যোগ করা সময়ের প্রথম মিনিটে মেসির সফল স্পট কিকে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ফেদেরিকো বের্নারদেস্কি ডি-বক্সে আনসু ফাতিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা।
এর আগে গত সপ্তাহে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ জয় তুলে নেয় বার্সেলোনা। গ্রুপের অন্য ম্যাচে ফেরেন্সভারোসের মাঠে ২-২ ড্র করেছে কিয়েভ।