Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার ২৯,অক্টোবর ২০২০: চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার জুভেন্টাসের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছেন মেসিরা।এদিন প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। দ্বিতীয় মিনিটেই আসে এগিয়ে যাওয়ার সুযোগ। অঁতোয়ান গ্রিজম্যানের জোরালো শট পোস্টে বাধা পায়। ওসমান ডেম্বেলের গোলে ম্যাচের ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় বার্সেলোনা।

প্রথমার্ধে মেসি-গ্রিজম্যানরা সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধানটা আরও বাড়তে পারতো। জুভেন্টাসের মোরাতা বার্সার জালে বল পাঠালেও অফসাইডে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরও একবার অফসাইডের কারণে গোল বঞ্চিত হোন মোরাতা।৮৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। পিয়ানিচকে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার দেমিরাল। যোগ করা সময়ের প্রথম মিনিটে মেসির সফল স্পট কিকে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ফেদেরিকো বের্নারদেস্কি ডি-বক্সে আনসু ফাতিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা।

এর আগে গত সপ্তাহে ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ জয় তুলে নেয় বার্সেলোনা। গ্রুপের অন্য ম্যাচে ফেরেন্সভারোসের মাঠে ২-২ ড্র করেছে কিয়েভ।