Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ঃ  (মান্না দে’র বিখ্যাত গান ‘কফি হাউজ ‘ থেকে এই গান প্যারোডি করা হয়েছে)

দেশে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই

কোথায় হারিয়ে গেল বিশ্বকাপের খেলাগুলো সেই, আজ আর নেই।

ইনেস্তিয়া স্পেনে, ওজিল জার্মানিতে, নেই তারা আজ কোন খবরে

পর্তুগালের স্ট্রাইকার রোনালদো  চলে গেছে যে আজ জুভেন্টে

কার সাথে ধাক্কা খেয়ে আঘাত পেয়ে যে শেষে ইনজুরিতে আছে সালাহ ভাই

নেইমারটা ঝুঁকছে দুরন্ত অভিনয়ে, রেফারি করেনি তাকে ক্ষমা হায়।।

হ্যারি কেন আজ শুধু সবচেয়ে সুখে আছে,

শুনেছি যে বেশী বেশী গোল তার

ভাগ্যে আর পেনাল্টিতে আগাগোড়া মোড়া সে,

গোল্ডেন বুট এখন পায়ে তার

স্পেনের ছেলে রামোস খেলায় ফাউল করতো ,

আর মাঠ জুড়ে দৌড়  দিয়ে প্রতিপক্ষ দর্শক করে লুকাকু  জোড়া  গোল করতো।

মাঠে সেই ৯০ মিনিট  পায়ে ওদের বারুদ  জ্বলত

কখনো ব্রাজিল কখনো আর্জেন্টিনা  এই নিয়ে তর্কটা চলত

যেই দলের খেলা থাকুক খেলা শেষে ঠিক এসে ফেসবুকে ট্রল করতাম

বন্ধুদের খোঁচা দিয়ে জমিয়ে ট্রল মেরে এমবি শেষ হলে ফেসবুকে লগ আউট  হইতাম।।

বিনয়ী  চেহারা ব্যাগ ভর্তি  ব্যলন ডি আর ভুলে যাবে মেসির নামটা

একটা বিশ্বকাপ  তার হলো না জিতা পেল না সে প্রতিভার দামটা

আর্জেন্টিনার গোলবারে দাঁড়িয়ে  গোলরক্ষক কাবায়েরো  লাফালাফি করতো

ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ মাঠে  এসে অদ্ভুত সুন্দর করে শুধু খেলতো।।

সেই খেলোয়াড় গুলো নেই আজ স্টেডিয়াম  তবু আছে,

টিভির সামনে  আজ দর্শক  নেই

এই বিশ্বকাপে আজ এসেছে নতুন চ্যাম্প শুধু সেই বারের চ্যাম্পিয়ন  নেই

কত স্বপ্নের রোদ ওঠে এই বিশ্বকাপে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কতদল এলো গেল ফ্রান্সই কাপ নিলো  আবেগটা  শুধু থেকে যায়।