তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই কনসার্টের আয়োজন করেছে গাজীপুর সিটি করপোরেশন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম।
মঞ্চে জেমসের সঙ্গে বাজাবেন এহসান এলাহী ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার) ও কাকন চক্রবর্তী (কি-বোর্ড)।
জেমসের কনসার্ট নিয়ে গাজীপুর জুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রিয় গায়কের গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন