Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪, সোমবার, ১৯এপ্রিল ২০২১ঃ  
তুমি এলেই যেনো-
মনে সবার খুশি খুশি লাগে,
তুমি এলেই যেনো-
চোখে আনন্দের জল ভাসে।
তুমি এলেই যেনো-
বাতাসে বাতাসে শান্তির সুবাস,
তুমি এলেই যেনো-
প্রাণে প্রাণে ধর্মের আভাস।
তুমি এলেই যেনো-
মসজিদে মসজিদে চলে কান্না,
তুমি এলেই যেনো-
থেমে যায় সব অনিয়মের বন্যা।
তুমি এলেই যেনো-
মোনাজাতে চলে পাপ মোচনের আহাজারি,
তুমি এলেই যেনো-
কোরআন পাঠে আলোকিত হয় ঘর-বাড়ি।
তুমি এলেই যেনো-
অভিশপ্তরাও পায় ইবাদতের পরশপাথর,
তুমি এলেই যেনো-
মুসলিম উম্মাহ্ প্রভুর কাছে নামাজে কাতর।
তুমি এলেই যেনো-
রহমতের চাদরে সারা বিশ্ব আবৃত হয়,
তুমি এলেই যেনো-
পাই জান্নাতি সুবাস মনে জাগে জাহান্নামের ভয়।
তুমি এলেই যেনো-
শিশুদের মুখেও ফুটে হাসি অবিরাম,
তুমি এলেই যেনো-
স্রষ্টার সকল সৃষ্টি বলে স্বাগত মাহে রমজান।