
খোলাবাজার২৪,মঙ্গলবার,১২অক্টোবর ২০২১: আব্দুল আউয়াল, বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় একটানা ৯০ দিন মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করা ২০ জন শিশুকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। চাখার ইউনিয়নের বাঘরা বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে বাই সাইকেল উপহার দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টা ৩০ মিনিট শিশুদের মাঝে বাইসাইকেল বিতরন করা হয় হাজী আব্দুল কাদের বেপারীর পরিবারের পক্ষ থেকে। হাজী আব্দুল কাদের বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল ২ আসনের বানারীপাড়া উজিরপুরের সংসদ সদস্য মোঃ শাহে আলম। তিনি বলেন বাচ্চাদের জন্য নামাজের প্রতি যত্নশীল হতে বাচ্চাদের উৎসাহিত করে এরকম উপহারের ব্যাবস্থা করার জন্য আমি তাদের কে সাধুবাদ জানাই । নিজ ধর্মের প্রতি অনুরাগী হওয়া প্রত্যেকটা মানুষেরই ঈমানের প্রতিফলন। তিনি আরো বলেন, এ এলাকার রাস্তাঘাটের অবস্থা আমি দেখেছি , যতটা সম্ভব শীঘ্রই সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করব ।অনুষ্ঠানে বক্তৃতা করেন ওসি মো. হেলাল উদ্দিন, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সৈয়দ মজিবুল হক টুকুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক হাওলাদার, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমম রায় সুমন , সাবেক সদস্য মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিথুন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল , পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, চাখার ইউপি সদস্য মেজবাহ উদ্দিন সোহেল , ইউপি সদস্য শাকিল সুমন। এছাড়াও চাখার ইউনিয়নের প্রত্যেকটি মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন ।